বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় মিছিল নিয়ে এসে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ২৯ অক্টোবর, ২০২৩ ১১:৫৫

নগরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বলেন, ‘বিল্লাল মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে নগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কুমিল্লার কান্দিরপাড় আসার পর মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ নেতার।

নগরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বিষয়টি জানিয়েছেন।

প্রাণ হারানো বিল্লাল হোসেন কুমিল্লা নগরের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নাসির উদ্দিন নাজিম বলেন, ‘বিল্লাল মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে নগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরো খবর