গাজীপুর মহানগরীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কোনাবাড়ীর কলেজ গেইট এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার থেকে পাঁচজন যুবক কোনাবাড়ী কলেজ গেইটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আজমেরি বাসে ভাঙচুর শুরু করেন। পরে তারা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফুল উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি জানান, হরতালের সমর্থনে এমনটা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।