ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। যাত্রী না থাকায় এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
হেমায়েতপুরের আলমনগরের শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন দেয়া মৌমিতা পরিবহনের বাসটি নারায়ণগঞ্জ থেকে চন্দ্রা রুটে চলাচল করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসে ফোন করে বাসে অগ্নিসংযোগের কথা জানায় স্থানীয়রা। পরে দ্রুত দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
‘তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরাই মৌমিতা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।’
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘রাতে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’