বিএনপি শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ নারায়ণগঞ্জের তিন মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, কাঁচপুর, তারাব বিশ্বরোড ও এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন মোড়ে শুক্রবার অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরিজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে শুক্রবার সকাল থেকে চলাচলরত ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার পাগলা এলাকাতেও একই চিত্র।
তবে এসব মহাসড়কে স্বাভাবিক আছে যানচলাচল। কোথাও যানজট কিংবা ভোগান্তি খবর পাওয়া যায়নি।
পুলিশ চেকপোস্টগুলো এ সড়কের স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা।
তিনি বলেন, ‘ঢাকার প্রবেশ পথে মহাসড়কের পাশে পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা রোধে তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত চেকপোস্টে কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করা যায়নি।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘চেকপোস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করছে পুলিশ।’
এর আগে বৃহস্পতিবার দিনভর নারায়ণগঞ্জের সাইনবোর্ড-কাঁচপুর ব্রিজ, ভুলতা গাউছিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে র্যাব। ওই সময় যানবাহনের নানা ত্রুটি থাকায় ৮৩টি মামলা ও দুই লাখ ২২ হাজার জরিমানা করা হয়েছে বলে জানান এসপি সনদ বড়ুয়া।
তিনি জানান, গত চার দিনে নারায়ণগঞ্জের ৩৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানা এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, রোববার ১৫ জন, সোমবার চারজন ও মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সাতজন ও বৃহস্পতিবার ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জেলার শীর্ষ নেতারাও আছেন।