রাজধানীতে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ ওঠেছে।
খুলনা বিএনপি বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিএনপির দাবি অনুযায়ী গ্রেপ্তার আটজন হলেন- খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস.এম বোরহান উদ্দিন, বটিকাটা উপজেলা যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফুল ও কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, ‘মঙ্গলবার রাতে বিভিন্ন জয়গায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে না যেতে বিএনপির মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এ গ্রেপ্তার চালানো হচ্ছে।’
তবে বিএনপির গ্রেপ্তারের দেয়া তথ্য মিথ্যা দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কোন গ্রেপ্তার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে তবে অন্য কোন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হতে পারে। কোনো বিশেষ অভিযান চলছে না।’