ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘ভারত সীমান্তের ভেতরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। আমাদের পতাকা বৈঠক চলছে। সেই সঙ্গে আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পের কাছাকাছি এলাকায় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৪৫ বছর বয়সী নুরুজ্জামান বালিয়াডাঙ্গীর রত্নাই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিএসএফের গুলিতে বাংলাদেশির প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভারত সীমান্তের ভেতরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। আমাদের পতাকা বৈঠক চলছে। সেই সঙ্গে আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে।’