বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকার ঢাকার রাস্তা বন্ধ করবে কি না, জানতে চেয়েছেন হাস

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ অক্টোবর, ২০২৩ ১৯:১৯

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রদূতকে জানিয়েছি, সে ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।’

রাজধানীতে ২৮ অক্টোবর শনিবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচি ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সচিবালয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এমনটা জানতে চান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। এর পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন- এই কর্মসূচি ঘিরে তোমরা (সরকার) রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না?

‘জবাবে আমরা রাষ্ট্রদূতকে জানিয়েছি, সে ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।’

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা মনে করি বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।

পূজা উদযাপন প্রসঙ্গেও পিটার হাস জানতে চেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে জানিয়েছি যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘রাজধানী অচল হতে দেয়া হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।’

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কি না, এটা শিষ্টাচারবহির্ভূত কি না- সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।’

এ বিভাগের আরো খবর