রাজধানীর মগবাজারে আবাসিক হোটেল থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মগবাজারের ‘সিটি স্টার’ হোটেলের ৫১৫ নম্বর কক্ষ থেকে রোববার দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৪৩ বছর বয়সী জাকির হোসেন আজাদী একসময় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন। তিনি অবিবাহিত ছিলেন।
হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি দীর্ঘদিন থেকে ওই হোটেলে থাকতেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, দুইদিন আগে অসুস্থ অবস্থায় টয়লেটে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। দুদিন তার রুমের দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হোটেলে তার রুম আর টয়লেটের দরজা ভেঙে বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে।’
এ ঘটনায় জাকির হোসেনের পরিবার একটি অপমৃত্যুর মামলা করেছে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।