ময়মনসিংহের ইন্নতপুরে পিরের দরবার শরিফ থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার পথে গত ৫ অক্টোবর দুর্ঘটনার শিকার হয়েছিলেন শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মইন উদ্দিন আহমেদ। শেরপুরের নকলায় সেই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।
মইন উদ্দিন শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার প্রয়াত আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান আছে।
মইনের মৃত্যুর বিষয়টি জানিয়ে জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বলেন, ময়মনসিংহের ইন্নতপুরের দরবার শরিফ থেকে মোটরসাইকেলে গত ৫ অক্টোবর নিজ বাসায় ফিরছিলেন মইন। পথে নকলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে গুরুতর আহত হন এ প্রভাষক। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
তিনি আরও জানান, নকলা থেকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কলেজের প্রভাষককে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
রেজা আরও জানান, মইনের মরদেহ শুক্রবার ভোরে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসায় আনা হয়।