ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী এই হাজতির নাম মো. জনি।
কারা সূত্র জানায়, হাজতি জনি বুধবার রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
জনিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নুরুজ্জামান জানান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তিনি হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন। বুধবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে নিয়ে আসা হয়।
জনি কোন মামলায় কারাবন্দি ছিলেন সেটা আমার জানা নেই। তবে তার হাজতি নং ৩২০৫৫/২৩, বাবার নাম বাবুল মীর। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাজতির মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কাগজপত্র আগামীকাল (বৃহস্পতিবার) মর্গে পৌঁছবে। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’