মানিকগঞ্জের বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে এর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন, তবে তাদের নাম, পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় আকিজ কোম্পানির একটি স্টাফবাস পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দিয়ে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চাপা পড়ে চালকসহ চারজন নিহত হন।
তিনি আরও জানান, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।