সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ ভবনে তার মৃত্যু হয়।
এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ ভবনে তার মৃত্যু হয়।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন নিউজবাংলাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, ‘স্যারের (র্যাব মহাপরিচালক) সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিদেশে নিয়েও তাকে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ নিজ বাসায় তিনি মারা গেছেন।’