বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীর হোটেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ অক্টোবর, ২০২৩ ১৫:৪৩

রমনা থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রমনা থানার রয়েল ইন্টারন্যাশনাল হোটেলের একটি রুম থেকে শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাণ হারানো ১৮ বছর বয়সী মো. নাসিম হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। সেখানে তিনি গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।

রমনা থানার এসআই নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ হোটেলের ১২৪ নম্বর রুমের দরজা ভেঙে ওই ছাত্রের গলায় রশি প্যাঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলে থাকতে দেখে। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর পরিবারকে না বলে ঢাকার মগবাজারের ওই হোটেলে ওঠেন নাসিম। আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নাসিম মানসিকভাবে অসুস্থ ছিলেন।

‘ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর