রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হবার পর রাজশাহী মেডিক্যালে নেয়ার পর বরের মৃত্যু হয়েছে।
উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ২৪ বয়সী শাকিল ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে শাকিলের দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, একই উপজেলার বিদিরপুর গ্রামের আসমা খাতুনের সঙ্গে শাকিলের বিয়ে হয়। দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার পর বিকেলে বরপক্ষ এসে আসমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। বিয়ে উপলক্ষে বরের বাড়িতে করা আলোকসজ্জার কারণে বারান্দার গ্রীল বিদ্যুতায়িত হয়ে পড়ে।
রাত ৮টার দিকে শাকিল বারান্দার গ্রীলে হাত দেন। এ সময় তিনি বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে পড়েন। স্বজনেরা উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল এই মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছেলেটা আমাদের চোখের সামনে বড় হলো। খুবই ভাল ছেলে ছিল সে। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেয়ার মতো না। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোক নেমে এসেছে।’