গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহমেদ বলেন, ‘সকালে বৃষ্টির পানিতে মাছের খামার তলিয়ে যাচ্ছে দেখে সুহেল ও রাজিব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে খামারের কাছে যায়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পরিবারের লোকজন জানতে পেরে মরদেহ উদ্ধার করে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতে প্রাণ হারালেন চাচা-ভাতিজা।
শুক্রবার সকালে উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের ৪০ বছর সুহেল মণ্ডল ও আকবর আলী মণ্ডলের ৩৫ বছর বয়সী ছেলে রাজিব মণ্ডল।
গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহমেদ বলেন, ‘সকালে বৃষ্টির পানিতে মাছের খামার তলিয়ে যাচ্ছে দেখে সুহেল ও রাজিব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে খামারের কাছে যায়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পরিবারের লোকজন জানতে পেরে মরদেহ উদ্ধার করে।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।