মাদারীপুর শহরের বলরামদেব মন্দিরে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে তিন জনকে আহত করেছে। এ সময় তারা মন্দিরের সবাইকে জিম্মি করে ছয়টি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শহরের আমিরাবাদ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাই ও হামলার ঘটনায় আহত তিনজন হলেন জব্বার হোসেন, সাদ্দাম হোসেন ও জোবায়ের আলম।
পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার রাতেই মন্দির পরিদর্শন করে থানা পুলিশ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন যুবক আমিরাবাদ এলাকার বলরামদেব মন্দিরের বারান্দায় বসে লুডু খেলছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে আট থেকে ১০ জনের মুখোশ পরা একটি দল মন্দিরে ঢুকে হামলা চালায়। তারা প্রথমেই উপস্থিত ছয়জনকে জিম্মি করে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ছয়টি মোবাইল ফোনের দাম প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে চেষ্টা চলছে।’