বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের যুবক

  • প্রতিনিধি, বেনাপোল (যশোর)   
  • ৪ অক্টোবর, ২০২৩ ০৯:১৭

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আল মামুনের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।’

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার জোহর বারুই শহরে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২১ বছর বয়সী আল মামুন যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের বাসিন্দা।

যুবায়েরের মামা বাকি বিল্লাহ জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে যুবায়ের মালয়েশিয়ায় যান। ওই দেশে তিনি ট্রাক চালাতেন। মঙ্গলবার বিকেলে ট্রাকে মালামাল নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় জোহর বারুই শহরে গেলে ট্রাকটি উল্টে গিয়ে যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আল মামুনের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।’

এ বিভাগের আরো খবর