বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফতুল্লায় ওয়ার্কশপে বিস্ফোরণ, মারাই গেলেন সেই পথচারী

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ৩ অক্টোবর, ২০২৩ ১৯:১৩

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডের জনি ওয়ার্কসপে বিদ্যুতের সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে গ্যাস লীকেজ থেকে বিস্ফোরণে ওয়ার্কশপে আগুন লেগে যায়। এতে ওয়ার্কসপের মালিক জনিসহ পথচারী সুমন দগ্ধ হন।

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডে জনি ওয়ার্কশপে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গাড়ির গ্রিজার মিস্ত্রি সুমন শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার দুপুরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৮ বছরের সুমন।

সুমন পটুয়াখালী সদরের গড়িয়া গ্রামের বাসিন্দা। পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকায় ভাড়া থাকতেন তার স্ত্রী শাহিনুর বেগম সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

ওই ঘটনায় জনি নামে আরও একজন ৪০ শতাংশ দগ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডের জনি ওয়ার্কসপে বিদ্যুতের সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে গ্যাস লীকেজ থেকে বিস্ফোরণে ওয়ার্কশপে আগুনের লাগার ঘটনাটি ঘটে। এতে ওয়ার্কসপের মালিক জনিসহ পথচারী সুমন দগ্ধ হন।

এ বিভাগের আরো খবর