বাগেরহাটের রামপালে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের রাসেল শেখ ও কালেখার গ্রামের রাকিব হোসেন সজল। এ ঘটনায় অভিযুক্ত রহমত নামের আরেক যুবক পলাতক।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক বাবুল আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী তার মামার বাড়িতে যাচ্ছিল। পথে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড়ে গেলে বিকেল সাড়ে ৫টা দিকে রহমত ও রাসেল শেখ তাকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছিলেন রাকিব হোসেন সজল।
তিনি আরও জানান, ওই সময় তিন যুবক কিশোরীকে ধর্ষণ করেন। এরপর তারা রাত সাতটার দিকে কিশোরীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।