বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘আমাদের দেশে রাষ্ট্রদূত হিসেবে যারা আছেন তাদের মধ্যে পিটার হাস অন্যতম। তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, অধিকারের পক্ষে কথা বলেছেন, মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। অথচ তার আজ নিরাপত্তা নেই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি বুঝতে পেরেছেন পিটার হাস। তাকে আমরা এ কথাটুকু বলতে পারি- যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, স্বাধীনতার পক্ষে কথা বলবে, বাংলার জনতা তাদের পাশে গিয়ে দাঁড়াবে। জনতা তাদের রক্ষা করবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব। কে কী বললো এতে আমাদের কিছু যায় আসে না।’
ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘যেখানে মানুষ ভোট দিতে পারে না সেখানে গণতন্ত্র নেই। সেখানে কোনো স্বাধীনতা নেই। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, তিনি বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন।’
শেখ হাসিনার পক্ষে নির্বাচন করার এখন কেউ নেই দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন কমিশন যেসব চিঠি ইউরোপীয় ইউনিয়নের কাছে দিচ্ছে, এগুলো করে কোনো লাভ হবে না। ভালো নির্বাচনের জন্য এ সরকারকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনরায় গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিন। হয়তো এমন সময় আসতে পারে, একদিনের ভেতর যে জনস্রোত আসবে, সেই স্রোত আপনাদের ভাসিয়ে নিয়ে যাবে।
‘পশ্চিমা বিশ্ব এখন গণতন্ত্রের পক্ষে। সারা বিশ্ব এখন গণতন্ত্রের পক্ষ নিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত কিছুদিন আগেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে ছিল। তারাও এখন একটি ভালো নির্বাচনের কথা বলছে।’