বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরসার শীর্ষ দুই সন্ত্রাসীসহ আটক ৪, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

  • আশরাফ বিন ইউছুপ, কক্সবাজার   
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৮

মিয়ানমারের নাগরিক আরসা সন্ত্রাসী রহিমুল্লাহ ও শামছুল আলম উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে বেশকিছু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন আরসার এই দুই কমান্ডার।

জঙ্গিভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা ও আরসার সদস্যসহ চারজনকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান খন্দকার আল মঈন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার তেলখোলা-বরইতলী এলাকার গহীন পাহাড়ের রাস্তার মুখোমুখি এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫। এ সময় বিস্ফোরকসহ মো. শফিক ও মো. সিরাজ নামে দুজনকে আটক করা হয়। তারা দুজনই বাংলাদেশি।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ আরসার অন্যতম কমান্ডার ও আরসার জিম্মাদার রহিমুল্লাহ ওরফে মুছা এবং ক্যাম্প-৪ এর আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসুকে আটক করে র‍্যাব। সেখান থেকে মোট ৪৩ কেজি ৩১০ গ্রাম বিস্ফোরক, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৪টি পিস্তলের বুলেট, ৩টি ওয়ান শুটার গানের বুলেট এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আরসা সন্ত্রাসীদের আটকের সময় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক। ছবি: নিউজবাংলা

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, আরসার শীর্ষ নেতারা বালুখালী রোহিঙ্গ ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। এছাড়া তারা এসব কাজ করার জন্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে দুর্গম সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান করত।

আটক কৃষক শফিক ও টমটম চালক সিরাজ বিস্ফোরক দ্রব্য কৌশলে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এনে সংরক্ষণ করে রাখতো এবং সুবিধাজনক সময়ে আরসার সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত।

আটক হওয়া অপর দুই আরসা কমান্ডার রহিমুল্লাহ ও শামছুল আলম মিয়ানমারের নাগরিক।

অভিযোগ রয়েছে, ক্যাম্পে অবস্থান করে তারা দলের সদস্যদের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের খুন, অপহরণ ও গুমের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো। চাঁদা না পেলে অপহরণ করে শারীরিক ও পাশবিক নির্যাতনসহ মুক্তিপণ আদায় করত। মুক্তিপণ না মিললে খুন করে গহীন পাহাড়ে অথবা জঙ্গলে মরদেহ গুম করতো।

আরসার শীর্ষ সন্ত্রাসী রহিমুল্লাহ ২০১৭ সাল থেকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে মিয়ানমারে থাকা তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান নিয়ে আসত। পরে তা সহযোগীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত।

রহিমুল্লাহ ২০১৮ সালের দিকে আরসা নেতা খালেদের মাধ্যমে আরসা সন্ত্রাসী সংগঠনে যোগ দেন। এরপর আরসার সন্ত্রাসী গ্রুপের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ, অপহরণ, খুন, ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গোলাগুলিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানকালে আরসা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। ছবি: নিউজবাংলা

র‌্যাব জানায়, জঙ্গিবাদী এই সন্ত্রাসী মিয়ানমার ও বাংলাদেশের দুর্গম সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বোমা বিষয়ক প্রশিক্ষণ নেন। পরে আরসার গান কমান্ডার ও রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর জিম্মাদারের দায়িত্ব পান। এছাড়া আরসার সদস্যদের বোমা তৈরি ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেন তিনি।

র‍্যাব আরও জানায়, রহিমুল্লাহ আরও স্বীকার করেছেন যে ক্যাম্পের হেড মাঝি আজিম উদ্দিন ও সাব-মাঝি জাফর হত্যাকাণ্ড, এপিবিএন-এর ওপর হামলা, ক্যাম্পে মাদ্রাসায় হামলা করে ৬ জন শিক্ষক ও ছাত্রকে হত্যা, জসিম ও শফিক হত্যা, মৌলভী সামশুল আলম হত্যা, নুর হাসিম ও নূর হাবা হত্যা, সাব-মাঝি আইয়ুব হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

আটক হওয়া আরেক আরসা কমান্ডার শামছুল আলম ২০১২ সালে অবৈধভাবে বাংলাদেশে আসেন। ২০১৯ সালে তিনি মৌলভী জাবেদের মাধ্যমে সন্ত্রাসবাদী সংগঠন আরসায় যোগ দেন। আরসায় যোগ দেয়ার পর তিনি অস্ত্র চালানো ও রণকৌশল প্রশিক্ষণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর অন্যতম কমান্ডারের দায়িত্ব পান। এই সন্ত্রাসী বিভিন্ন সময়ে আরসার শীর্ষ নেতাদের নির্দেশনায় টার্গেট কিলিং, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং মুক্তিপণ না পেলে হত্যা করে মরদেহ গুম করতেন।

এছাড়াও ক্যাম্পে হেড মাঝি হোসেন ও কামাল হত্যাকাণ্ডে শামসুল আলম জড়িত ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। জেলও খেটেছেন।

এ বিভাগের আরো খবর