রাজধানীর লালবাগে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন- জাকির হোসেন, তার স্ত্রী তাসলিমা হোসেন, আফরিন, মাকসুদা বেগম ও আনিকা।
লালবাগের মদিনা মার্কেটর পাশের একটি ভবনে তৃতীয় তলার নিচ তলায় সোমবার দুপুর দেড়টার দিকে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
অসুস্থদের উদ্ধার করে বার্ণ ইউনিটে নিয়ে আসা কয়েকজন প্রতিবেশীর মধ্যে সোলায়মান বলেন, ‘আগুন লাগলে তারা নিজ ঘরের ভেতরে থাকায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। আমরা তাদের কে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসি।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘লালবাগে আগুনের ধোঁয়ায় অসুস্থ নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।’
বিষয়টি লালবাগ থানা অবগত আছে বলে জানান তিনি।