চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি লাগেজের ভেতর থেকে মস্তকবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে আট টুকরো করা লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খণ্ডিত লাশভর্তি লাগেজটি উদ্ধার করা হয়, তবে লাগেজের ভেতরে ওই লাশের মাথা পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো করে এখানে ফেলা হয়েছে।
পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, ‘আমরা লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছি। পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরও বেশ কিছু সংস্থা কাজ করছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে সহজ হবে।’
ওসি আরও বলেন, ‘লাশটি পুরুষের। তার বয়স আনুমানিক ৫০ বছর।’