গাজীপুর মহানগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন।
ডুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো ২৩ বছর বয়সী সোহেল রানার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার বাউনিয়া গ্রামে।
সোহেলকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু আহসান হাবিব বলেন, ‘গত রাতে দুই বন্ধু মিলে ডুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় মোটর বাইক দ্রুত টার্ন নেয়ার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সোহেল। তাকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়।
‘পরে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’