বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটমুখী রোডমার্চ সফলে বিএনপির ব্যাপক প্রস্তুতি

  • প্রতিবেদক, সিলেট   
  • ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২১

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘রোডমার্চে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিসহ নানা কারণে মানুষ এই সরকারের ওপর ক্ষুব্ধ, অতিষ্ঠ। তাই সরকারের পদত্যাগ এখন গণদাবিতে রূপ নিয়েছে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি। রোর্ডমার্চ শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করবে দলটি। রোডমার্চ ও সমাবেশ সফলে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা যায়, রোডমার্চটি কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে এসে শেষ হবে। প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোর্ডমার্চ সফলে প্রতিদিনই সিলেটে প্রস্তুতি সভা করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন। রোডমার্চ ও সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।

সিলেট বিএনপির নেতারা জানান, সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব থেকে রোডমার্চ শুরু হবে। শুরুতেই ভৈরব শহরে সমাবেশ করা হবে। এরপর বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসযোগে রোডমার্চ সিলেটের উদ্দেশে যাত্রা করবে।

রোডমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ হবে। সবশেষ সমাবেশ হবে সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল ৪টায়। বুধবার থেকেই সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে সোমবার লিখিত আবেদন করে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘রোডমার্চ ও সমাবেশ সফলে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে ৫০ হাজারের বেশি লোক সমাগম হবে।

‘নগরের প্রতিটি ওয়ার্ড এবং জেলার ইউনিয়ন পর্যায়েও রোডমার্চ সফলে আমরা প্রস্তুতি সভা করেছি। এছাড়া লিফলেট বিতরণ ও মাইকিং করে সাধারণ মানুষকেও এতে সম্পৃক্ত করার চেষ্টা করছি।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘রোডমার্চে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়াসহ নানা কারণে সাধারণ মানুষ এই সরকারের ওপর ক্ষুব্ধ, অতিষ্ঠ। তাই সরকারের পদত্যাগ এখন কেবল বিএনপির দাবি নয়, এটি গণদাবিতে পরিণত হয়েছে।’

সমাবেশের ব্যাপারে পুলিশকে অবগত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। তবে পুলিশ কোনো বাধা দিলে পরবর্তী পরিস্থিতির দায় তাদেরকেই নিতে হবে।’

এ বিভাগের আরো খবর