কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
আরসার অস্ত্রধারীদের অবস্থানের খবর পেয়ে সোমবার সন্ধ্যায় উখিয়ার ৫ ও ৬ নম্বর ক্যাম্পে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় আরসার সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এপিবিএন-এর কনস্টেবল জানে আলম ও ইমরুল হাসান শুভ আহত হন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, সোমবার তারা জানতে পারেন যে আরসার একটি দল ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। তাদেরকে পাকড়াও করতে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুই কনস্টেবলের হাতে গুলি লাগে।
আহতদের ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অস্ত্রধারীদের ধরতে পাহাড়ি এলাকায় অভিযান চলছে।