নির্বাচনে সব দলের অংশগ্রহণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের (নির্বাচন কমিশনের) ওপর নির্ভর করে না। কোনো দলের অংশগ্রহণ করা না করা নির্ভর করে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।’
রোববার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে এসব কথা বলেন ইসি আনিছুর রহমান।
আনিছুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি এবং এখনও আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়। তবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর। সেক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে।’
তিনি বলেন, ‘আজকে আমি কিশোরগঞ্জ সফরে এসেছি। কিশোরগঞ্জের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করব। আগেই ভোট কেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি।
‘ভোট কেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপি সাহেবের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার ও সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে, সেগুলোর মধ্যে কোনো অভিযোগ থাকলে নিস্পত্তি করার জন্য সময় দেয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ ১৪ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে স্থানান্তরিত হয়ে সেগুলোও আমরা আগামী ২ তারিখের (অক্টোবর) মধ্যে শেষ করব। এরপরে আর ভোটার তালিকা সংশোধন বা সংযোজন করার কোনো সুযোগ থাকবে না।’
তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘নভেম্বরের শুরুর দিকে হয়ত তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগে থেকেই বলে আসছি, নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কারণ আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে আমরা কাজ করছি। আশা করছি, ওই বিষয়গুলা কোনো না কোনোভাবে মীমাংসিত হবে।
‘বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজায় এখনও খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায়, আমরা ওয়েলকাম করব। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন করব।’
জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন অফিসারগণের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ে অংশগ্রহণ করেন ইসি আনিছুর রহমান। পরে বিকেল ৩টার দিকে সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি।
সোমবার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন ও মঙ্গলবার সকাল ১০টার দিকে নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে তার।