ঢাকা-১৯ (সাভারের একাংশ ও আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আয়োজনে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বীর মুক্তিযোদ্ধা ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগ নেতা মুহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমি একা একা এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হইনি। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ৩৫টি শ্রমিক সংগঠনের নেতাসহ স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের অনুরোধে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি যখন সংবাদ সম্মেলনের কথা বলেছি। তখন তারা সবাই পাশে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
এ সময় আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন ভুঁইয়া, ঢাকা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা-১৯ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। তিনি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাইফুল ইসলাম থানা আওয়ামী লীগের পাশাপাশি ধামসোনা ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।