কক্সবাজারের রামুর ঈদগড় পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঈদগড়ের পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র্যাব।
শুক্রবার বিকেলে এ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি দল কক্সবাজারের রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ির পেছনে দুর্গম পাহাড়ে অভিযান চালায়। অভিযানকালে অস্থায়ী তাঁবু টাঙ্গানো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে অস্ত্র তৈরির কারিগর আনোয়ারকে গ্রেপ্তারে সক্ষম হয় তারা।
৩৫ বছর বয়সী আনোয়ার রামু থানার খরুলিয়া গ্রামের মুছা আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে চক্রের অন্য তিন সহযোগীর নাম প্রকাশ করেন তিনি।
আনোয়ারের বরাতে আবু সালাম চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তৈরি এবং তা কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন তারা।
অস্ত্র তৈরির কারিগর আনোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পাহাড়ে অভিযান অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা৷