নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত ভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে বিজয়পুর মোড়ে এ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে ১৮ বছর বয়সী রবিউল ইসলাম ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে ২৫ বছর বয়সী রকি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই মোটরসাইকেলে চার বন্ধু ঘুরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে পৌঁছলে দ্রুত গতিতে চলা মোটরসাইকেল দুটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক বাইকচালক নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরেক বাইকচালকেরও মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আর আইনি প্রক্রিয়া শেষে দুই বাইকচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।