শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের সাড়ে ১৬ ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৮ বছর বয়সী শিশু তাসলিমা খাতুন চিথলিয়া গ্রামের অটোরিকশাচালক তাজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শ্রীবরদীর উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে তাসলিমা খাতুন শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তাসলিমার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।