নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে, আইন ও বিধি-বিধানের আলোকে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইজিপি।
আইজিপি বলেন, ‘আগামী দিনে নির্বাচন বা আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে। তারা আগামী দিনে আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘যার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল, সেই বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে শত চক্রান্ত করেও মুছে ফেলা যায়নি। আমরা এখন দেখছি আমাদের বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে অনেক বেশি আগ্রহী। তারা বঙ্গবন্ধু সম্পর্কে পড়াশোনা করতে চাচ্ছেন। উনার সংগ্রামী জীবন সম্পর্কে তারা জানতে আগ্রহী।’