মানুষ পুড়িয়ে মারাই বিএনপি জামায়াতের বৈশিষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। আর প্রধানমন্ত্রী বার্ন হাসপাতাল তৈরি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করেছেন।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি- জামায়াত বিগত সময়ে জালাও-পোড়াও আন্দোলন করে বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, এমনকি জীবজন্তুও বাদ দেয়নি। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। যারা অপকর্ম করছে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।’
মাদক নির্মূলে বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজিবি ও কোস্টগার্ডকে আরও শক্তশালী করছি। নতুন প্রজন্মকে ধরে রাখতে হলে, মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে, সমাজের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলকে মাদকের কুফল সর্ম্পকে জানাতে হবে, সচেতন করতে হবে।’
সরকার মাদকের ব্যাপরে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে বলে জানান তিনি।