মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষারসহ সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই সেতু এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত নেতা-কর্মীরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের কর্মী শাকিল মোল্লা, যুবদলের কর্মী মাসুম শিকদার ও হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কর্মী আলমাছ মিয়া।
পুলিশ জানায়, বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে মিটিং শেষে মোটরাসাইকেলে করে হরিরামপুর ফিরছিলেন যুবদলের পাঁচ নেতা-কর্মী। সদর উপজেলার নবগ্রামের সরুপাই সেতু এলাকায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে ও তাদের উদ্ধার করে সদরের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত পাঁচজনের মধ্যে যুবদলের আহ্বায়ক জাহিদুর রহমান তুষারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যুবদল নেতা শাকিল মোল্লা বলেন, ‘রিতা আপার সাথে মিটিং শেষ করে চারটি মোটরসাইকেলে করে হরিরামপুরে ফেরার পথে সরুপাই সেতুর কাছে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রাতের আঁধার আর মুখ ডাকা থাকায় সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারিনি। আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষার ভাইয়ের ডান পা, ডান হাত ও ডান কানসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের জখম হয়েছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস. এ জিন্নাহ কবীরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কাজ করছে এ নিয়ে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে, সেটা জানা সম্ভব হয়নি।’