সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্ররণ করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়।
এদিন বিকেলে ওসমানী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানায়, দগ্ধ ৯ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হচ্ছে। তাদের জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। রাতের মধ্যে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিরাবাজারে দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন- রিপন, লুৎফর, রুমেল, মিনহাজ, বাদল দাস, রামিম, রুমান, তারেক ও মুহিন। দগ্ধদের মধ্যে পাঁচজন বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী। বাকিরা পথচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে জেনারেটরটিতে আগুন ধরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় সিএনজি স্টেশনের কর্মচারীসহ ৯ জন গুরুত্বরভাবে আহত হন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।