নাটোরের লালপুরে ওসমান গনি নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামে রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী ওসমান গনি কদমচিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ির পাশে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন ওসমান গনি। ওই সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। ওই সময় ওসমান গনিকে বাঁচাতে কাউকে কাছে আসতে দেননি তারা। পরে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ছাড়ে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসপি আরও জানান, নিহত ওসমান কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক হত্যা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। সেই হত্যার জেরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।