বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কসাই, গরু ব্যবসায়ীই যখন চোর চক্রে

  • প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   
  • ১ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৫০

গরু চুরি করে দ্রুত পিকআপে করে পালিয়ে যেত এ চক্রটি। পরে গরু হাটে বিক্রি করে দিত। অনেক সময় জবাই করে গরুর মাংস বিক্রি করত।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনায় হওয়া মামলার সূত্র ধরে একটি গরু চোর চক্রকে শনাক্ত করেছে পুলিশ। এ চক্রে গরু ব্যবসায়ী, পিকআপ চালক, এমনকি কসাইও রয়েছে।

গরু চুরি করে দ্রুত পিকআপে করে পালিয়ে যেত এ চক্রটি। পরে গরু হাটে বিক্রি করে দিত। অনেক সময় জবাই করে গরুর মাংস বিক্রি করত।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গরু চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেইসঙ্গে চুরি যাওয়া দুটি গরু, গরু পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ ট্রাক এবং গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজশাহীর দুর্গাপুর থানার নান্দোপাড়া গ্রামের মৃত কায়েমুদ্দিন মোল্লার ছেলে ৪১ বছর বয়সী সাইফুল মোল্লাকে দূর্গাপুর থানার কানপাড়া গ্রামস্থ তার ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, রাজশাহীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আফাল ওরফে আলালের ছেলে ২৬ বছর বয়সী মো. আলামিন, সমসাদিপুর গ্রামের ২৮ বছর বয়সী মো. পারভেজ আলী, মিরকামারী (পূর্বপাড়া) গ্রামের মৃত কামাল হোসেন ওরফে মোহারমের ছেলে ৩১ বছর বয়সী বেলাল হোসেন ওরফে রুবেল, একই গ্রামের মুজাম আলীর ছেলে ৩২ বছর বয়সী হাসিবুলকে রাজশাহীর শাহমুখদুম থানার সিটি গরু হাটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর (আরএমপি) রাজপাড়া থানার আলীগঞ্জ মহল্লার মৃত জোনাব আলীর ছেলে ৪৫ বছর বয়সী শাজাহান ও হায়দারের ছেলে ৫০ বছর বয়সী মাসুম আলীকে আরএমপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া আলামিনের বিরুদ্ধে ২টি গরু চুরির ও ২টি মাদকের মামলাসহ ৪টি মামলা আছে। অন্যদিকে পারভেজের বিরুদ্ধে ২টি গরু চুরির মামলা আছে। রুবেলের বিরুদ্ধে গরু চুরি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। হাসিবুলের বিরুদ্ধে ১টি মামলা আছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় মোট ৩৫টি গরু চুরি হয়। মামলা হয় ৫টি। এর মধ্যে নাচোল থানায় ২টি এবং সদর ও গোমস্তাপুর থানায় একটি করে মামলা হয়।’

এ বিভাগের আরো খবর