প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শেষ কর্মদিবস বৃহস্পতিবার।
দায়িত্বের শেষ দিনে প্রধান বিচারপতিকে দেয়া হবে সংবর্ধনা।
এরই মধ্যে আপিলের এক নম্বর কোর্টে আইনজীবীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে, তবে বিএনপি সমর্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের দেখা যায়নি।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ২৫ সেপ্টেম্বর তার মেয়াদকাল শেষ হবে, তবে এ সময় কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথবাক্য পাঠ করান।
হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন।
পড়ালেখা শেষে ১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।