বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচারাধীন বিষয়ে বিবৃতি বিচার বিভাগকে অপমান করার শামিল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ আগস্ট, ২০২৩ ২০:৫১

আইনমন্ত্রী বলেন, ‘সকলের মনে রাখতে হবে আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠ বিচার পাওয়ার নিমিত্তে এই রকম স্টেটমেন্ট দেয়া থেকে বিরত রাখার জন্য আমি অনুরোধ করছি।’

বিচারাধীন মামলায় স্টেটমেন্ট (বিবৃতি) দেয়া বিচার বিভাগকে অপমান করার শামিল বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার ও নব উদ্ভাবিত ৯টি কোর্ট প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন মামলা প্রসঙ্গে গভীর উদ্বেগ জানিয়ে ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এখানে দুঃখের বিষয় হলো, আজকে একটা সংস্কৃতি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে বিচারাধীন মামলার ব্যাপারে বক্তব্য দেয়া এবং মামলার মেরিট বিবেচনা ছাড়াই মন্তব্য করা।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। এই স্বাধীনতাকে কার্যকর করার জন্য আমরা সকলেই চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা তাদের সঙ্গীয় কাউকে বিচার করতে গেলেই স্টেটমেন্ট দেয়া শুরু করে। এটা বিচার বিভাগকে অপমান করার শামিল।

‘সকলের মনে রাখতে হবে আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠ বিচার পাওয়ার নিমিত্তে এই রকম স্টেটমেন্ট দেয়া থেকে বিরত রাখার জন্য আমি অনুরোধ করছি।’

আওয়ামী লীগ সরকার সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সক্রিয় নির্দেশনায় বিচার বিভাগেও বিভিন্নমুখী ডিজিটালাইজেশন হয়েছে। সুপ্রিম কোর্টের আধুনিকায়নের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও জনবান্ধব ও সহজ করতে তার আন্তরিক ভূমিকা উল্লেখযোগ্য। আমরা প্রত্যাশা করি, স্মার্ট বাংলাদেশে বিচার বিভাগও একটি স্মার্ট বিচার বিভাগ হয়ে উঠবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া আপিল বিভাগের বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামছুল আরেফিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী সুপ্রিমকোর্ট অডিটোরিয়াম ভবনে মেডিয়েশন সেন্টার উদ্বোধন করেন।

এ বিভাগের আরো খবর