বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জবি ছাত্রী খাদিজার মুক্তির দাবিতে জাবিতে বিক্ষোভ

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের   
  • ২৭ আগস্ট, ২০২৩ ১৮:৩৬

রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।

রোববার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী দে বলেন, ‘শুধু একজন উপস্থাপক হওয়ায় খাদিজাকে ৩৬৫ দিন জেলে থাকতে হচ্ছে। খাদিজার প্রশ্নগুলো স্বাধীন রাষ্ট্রের নাগরিকের করার অধিকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এ ব্যাপারে নিশ্চুপ। রাষ্ট্রের কোথায় এতো ভয়? প্রতিটা জায়গায় বিরুদ্ধ মতকে গলাটিপে হত্যা করা হয়। সাংবাদিকদের বাসা থেকে তুলে নেয়া হয়।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম বলেন, ‘যেই আইন একপর্যায়ে যেয়ে আমাদের ভোগান্তির কারণ হয়, সেই আইনের মনে হয় না আমাদের প্রয়োজন আছে। একজন খুনের আসামিও জামিন পান, কিন্তু প্রশ্ন নিয়ে এতো ভয় কেন?

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋগ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘৩৬৫ দিন হলো তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে৷ মুশতাক, কিশোরের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এর আগে। প্রতিটি শ্রেণিপেশার মানুষ সরকারের ওপর আস্থা হারিয়েছে।’

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় আলাদা দুটি মামলা করে পুলিশ। এরপর গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।

এ বিভাগের আরো খবর