জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জুবফ) আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।
আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) মো. আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সহ-সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) ড. খন্দকার মহিদ উদ্দিন।
মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শরীফ এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম এমপি। সভাপতির বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
দিবসটি উপলক্ষ্যে জাতির জনক ও তাঁর পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচকবৃন্দ জাতির পিতার অতুলনীয় অবদান ও তাঁর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে আলোচনা করেন। তারা ১৫ আগস্ট ১৯৭৫-এর বর্বর হত্যাকাণ্ড স্মরণ করে হৃদয়ের ক্ষোভ প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচকবৃন্দ সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হবার আশাবাদ ব্যক্ত করেন।