বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাকিতে চা না পেয়ে কিল-ঘুষি, দোকানির মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ আগস্ট, ২০২৩ ১৭:৫৮

নিহতের ছেলে দ্বীন ইসলাম বলেন, ‘কাউসার নামে এক যুবক দোকানে এসে বাকিতে চা চায়। বাবা তার কাছে যা বিক্রি করবেন না জানালে কাউসার তাকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

বাকিতে চা বিক্রি না করায় এক দৃষ্কৃতকারীর কিল-ঘুষিতে মোশারফ হোসেন (৪৫) নামে এক দোকানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের বেপারিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

কিল-ঘুষিতে গুরুতর আহত মোশারফ হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার ছেলে দ্বীন ইসলাম। এখানে দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মোশারফকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

দ্বীন ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমার বাবা নারায়ণগঞ্জের বেপারিপাড়ায় একটি চায়ের দোকান চালাতেন। আজ (বৃহস্পতিবার) সকালের দিকে কাউসার নামে এক যুবক দোকানে এসে বাবার কাছে বাকিতে চা চায়। বাবা তার কাছে যা বিক্রি করবেন না বলে তাকে জানান। এ সময় কাউসার বাবাকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে।

‘গুরুতর আহত অবস্থায় বাবাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে বেলা আড়াইটার দিকে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

দ্বীন ইসলাম জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর থানার কাজীরা গ্রামে। তারা নারায়ণগঞ্জের বেপারিপাড়ায় ভাড়া বাসায় থাকেন। তারা দুই বোন ও এক ভাই।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর