বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ১৮ আগস্ট, ২০২৩ ২৩:১৩

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতা রফিকুল ইসলাম। হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আরইউজে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। এসময় তার প্রাইভেটকারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতা রফিকুল ইসলাম। হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আরইউজে।

ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম জানান, বিকেলে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে রাজশাহী শহরের দিকে আসছিলেন। পুঠিয়ার বানেশ্বর এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের ১৫-২০ জন নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এসে তার প্রাইভেটকার ঘিরে ধরে। গাড়ি থেকে বের হওয়ার আগেই হামলাকারীরা চাইনিজ কুড়াল, রাম দা ও লোহার পাইপ দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।

তিনি বলেন, ‘হামলাটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। গাড়ি ভাঙচুরের সময় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আমি গাড়ির ভেতরেই বসে ছিলাম। গাড়ি থেকে বের হলে তারা আমাকে প্রাণে মেরে ফেলত।’

এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।

‘এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আরইউজের পক্ষ থেকে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এই হামলার বিচার চাই। পুলিশ দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা রাখি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

জানতে চাইলে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছিলাম।

‘এ ব্যাপারে সাংবাদিক রফিকুল ইসলামকে থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর