বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝিনাইগাতী সীমান্ত থেকে মানব পাচারকারীসহ ২৪ জন আটক

  • ঝিনাইগাতী ও শেরপুর প্রতিনিধি   
  • ৭ অক্টোবর, ২০২৫ ২০:২৬

শেরপুরের গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার কালে মানব পাচারকারীসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার গভীর রাতে গারো পাহাড়ের ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১১০/এমপি হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থান হতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর হলদীগ্রাম বিওপি'র দায়িত্বরত বিজিবি‘র জোয়ানরা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশী ১৮ নাগরিক ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করে। পরে প্রত্যেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সাথে লেনদেন করে। সে অনুযায়ী তাদেরকে গারো পাহাড় এলাকায় আনা হয়। গারো পাহাড়ী এলাকার হলদীগ্রাম সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার হওয়ার খবরে হলদীগ্রাম বিওপি'র দায়িত্বরত বিজিবি‘র জোয়ানরা নজরদারীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়। পরে রাত আড়াইটার দিকে দুই পাচারকারী, ১৮জন অনুপ্রবেশকারী ও ৪ জন সিএনজি চালকসহ ২৪জনকে আটক করে। আটককৃত ১৮ অনুপ্রবেশকারী সবাই রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তবে মানবপাচারকারী প্রধান হোতা নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার মহিদুল ইসলাম (৩০) পালিয়ে যায়।

পাচারকারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদরের কুদালকাটির মিলন হক ও শেরপুরের নালিতাবাড়ীর মৃত আলাল উদ্দিনের ছেলে মজনু মিয়া। অনুপ্রবেশকারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বার বশিয়া ঘনটলার আনারুল ইসলামের ছেলে মজিবুর রহমান, গোটাপাড়ার শাহরিয়ার ইমন, ওয়াহিদ, কুরবান আলী, মিঠুন আল, জয়নুল হোসেন, ইব্রাহীম, মাহাবুর, আখতারুল, শাকিল, ইয়াকুব আলী, চরবাগডাঙ্গার তারিফ, আসমাউল, গোটাত্তপাড়ার মামুন, গোদাগাড়ী উপজেলার লারেংপুরের পানিহারের আজাহারের ছেলে মোঃ আকবর, চরআসরাদাও বিপ্লব হোসেন, মতিহার উপজেলার মাসকাটাদিঘীর তৌফিক ওমর (২৩) ও নাটর সদরের কৈপারিকৃষ্ণপুরের রতন আলী। পরে আটককৃতদের ৭ অক্টোবর দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ঝিনাইগাতী ওসি আল আমিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর