বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিষয় নিয়ে ‘গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন’ স্থগিত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেল ও বিএনপি চেয়ারপারসন প্রেস উইং শায়রুল কবির খান।
তিনি জানান, আজ ১৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের প্রেস রুমে জরুরি সংবাদ সম্মেলন করার কথা ছিল চিকিৎসকদের। সেখানে চিকিৎসকদের বক্তব্য রাখার কথাও জানায় চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড।
পরে সোমবার বিকেলে সেটিকে স্থগিত করা হয়েছে বলে জানায় দলটির মিডিয়া উইং। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তারা।
গত বুধবার (৯ আগস্ট) নিজ বাসা থেকে ৬টা ২৫ মিনিট রওনা দিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যান তিনি।
সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১২ জুন রাত দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া।
এর আগে গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরুর পর তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।