বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ৩৪টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।
সোমবার রাজধানীর বাড্ডা, কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি এক শ্রেণির অসাধু ডিম ব্যবসায়ী অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে চড়া মূল্যে ডিম বিক্রি করছে এবং অধিকমাত্রায় মূল্যবৃদ্ধি করে অস্থিতিশীল বাজার সৃষ্টি করেছে। এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজধানীর বাড্ডা, কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব-১ ও ১০-এর সমন্বয়ে একাধিক দল এ সকল ডিমের আড়তে অভিযান পরিচালনা করে।’
তিনি আরও বলেন, ‘যেসব ব্যবসায়ীদের কাছে ডিমের খামার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত ডিমের কেনা-বেচার রশিদ সঠিক পাওয়া যায়নি, ডিমের দাম বৃদ্ধির সঠিক ব্যাখ্যা দিতে পারেনি- এমন সর্বমোট ৩৪টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের কাছে খামার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত ডিম কেনা-বেচার রশিদ না পাওয়া গেলে ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করা হয়েছে।’
প্রাথমিক অনুসন্ধানে ‘বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় চড়া মূল্যে ডিম বিক্রি করে আসছিল’ জানতে পেরে এ অভিযান চালায় র্যাব।