মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি সন্দেহে ১৭ জনকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।
উপজেলার কর্মধা ইউনিয়নে পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.মহিবুল ইসলাম আজাদের নেতৃত্বে সোমবার সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজাদ নিউজবাংলাকে বলেন, “সকালে আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করে। পরে তাদের সবাই জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে স্বীকার করেন। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।”
তিনি জানান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে খবর দেয়া হয়েছে। সিটিটিসি সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি আবদুস ছালেক বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। আমরা এ জায়গায় আছি।
‘সিটিটিসির টিম আসলে প্রেস ব্রিফিং করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।’
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি যুগিটলা নামক পাহাড়ি টিলায় শনিবার ভোরে জঙ্গি ধরতে সিটিটিসি ও সোয়াট অভিযান চালায়।
অভিযানের নাম দেয়া হয়েছিল ‘অপারেশন হিলসাইড’। এতে ১০ নারী ও পুরুষকে আটক করা হয়, যাদের সঙ্গে ছিল তিন শিশু।