চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জোবরা গ্রাম থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।
১৪ কেজি ওজনের সাপটিকে শনিবার বিকেল ৪টার দিকে জোবরা গ্রামের চাঁদ বকসের বাড়ি থেকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক রফিকুল ইসলাম।
উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়।
রফিকুল ইসলাম বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus), যেটি প্রায় ১০ ফুট লম্বা হবে; ওজন প্রায় ১৪ কেজির মতো। লোকালয়ে চলে আসলে স্থানীয়রা এটিকে কোনোভাবে বেঁধে রাখে।
‘পরে আমাদের স্নেক অ্যাওয়ারনেস টিমকে খবর দিলে আমরা সাপটিকে গিয়ে উদ্ধার করি। উদ্ধারের পর সাপটিকে ক্যাম্পাসের পাহাড়ে অবমুক্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’