মানিকগঞ্জের শিবালয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় সেনা সদস্যসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকার ২৭ বছর বয়সী মোহাম্মদ হাসান, একই এলাকার ২২ বছর বয়সী সজিব মিয়া, ২৫ বছর বয়সী রুবেল মিয়া ও ২২ বছর বয়সী বিজয় মিয়া।
গ্রেপ্তার সেনা সদস্য সজিব মিয়া সেনাবাহিনীর এসএপিতে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।
মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে এক সহপাঠীর বাসায় ভুক্তভোগী ও তার কয়েকজন বন্ধু মিলে গল্প করছিলেন। এ সময় হঠাৎ সে বাড়িতে সেনা সদস্যসহ চার যুবক উপস্থিত হয়ে বাকিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে ওই স্কুলছাত্রীকে একটি ঘরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে।
বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের ভয় দেখিয়ে বিকেলে বাড়িতে পাঠিয়ে দেয় আসামিরা। এরপর ঘটনার রাতে বিষয়টি তার বাবা ও মায়ের কাছে খুলে বললে স্থানীয়দের নিয়ে আলোচনা করে সোমবার সন্ধ্যায় ওই চারজনকে আাসমি করে শিবালয় থানায় ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা।
শিবালয় থানার ওসি শাহ নূর-এ আলম বলেন, 'সোমবার ওই স্কুলছাত্রীর বাবা শিবালয় থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'