বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাইভেটকারের গ্লাস ভাঙায় লেগুনচালককে পিটিয়ে হত্যা, অভিযুক্তরা শনাক্ত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ আগস্ট, ২০২৩ ১৭:৪২

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত হয়েছে। গাড়িতে যারা ছিলেন তাদের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত চলছে। আশা করছি খুব শিগ্রহই তাদের গ্রেপ্তার করতে পারবো।

লেগুনার ধাক্কায় প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙায় রাজধানীর পান্থপথ এলাকায় এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত একাধিক জনকে শনাক্ত করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী নিহত সবুজ ফার্মগেট থেকে নিউমার্কেট রুটে লেগুনা চালাতেন।

সবুজেরর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। গ্রীনরোড স্টাফকোয়ার্টারে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তার দুটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

হাসপাতালে একই রুটের আরেক লেগুনা চালক জামাল হোসেন বলেন, সবুজ নিউমার্কেট-ফার্মগেট এলাকায় গাড়ি চালাতেন। গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি আরেকটি লেগুনার পেছনে বেঁধে পান্থপথ হয়ে কারওয়ান বাজার সিএনজি পাম্পে যাচ্ছিলেন। পান্থপথ এলাকায় আসলে একটি প্রাইভেটকারের সঙ্গে লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের লুকিং গ্লাস ভেঙে যায়।

তিনি আরও বলেন, এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের থাকা তিন থেকে চার জন ব্যক্তি প্রাইভেটকার থেকে নেমে ভাঙা লুকিং গ্লাস দিয়ে সবুজের মাথায় আঘাত করে এবং সবাই মিলে মারধর করে। এতে সবুজ অচেতন হয়ে পড়লে তারা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সবুজকে অপর লেগুনা চালক ফারুক ফার্মগেট লেগুনা স্ট্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত হয়েছে। গাড়িতে যারা ছিলেন তাদের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত চলছে। আশা করছি খুব শিগ্রহই তাদের গ্রেপ্তার করতে পারবো।

এ বিভাগের আরো খবর